হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে তালার জাতপুর বাজারে বিক্ষোভ মিছিল
এম এ মান্নান, তালা: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও অপমান করেন ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং সেই বক্তব্যকে বিজেপির নেতা নিতেশ নারায়ন সমর্থন দেওয়ায় সাতক্ষীরার তালার জাতপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলার আলাদিপুর -জাতপুর বাজার এলাকার সাধারন মুসল্লীদের আয়োজনে শুক্রবার (৪ অক্টোবর )জুম্মার নামাজের পর শত শত নবী প্রেমিক আশপাশের মসজিদ থেকে নামাজ শেষে মিছিল সহকারে জাতপুর বাজারে হাজির হয়ে মিছিল বের করে।
মিছিলটি জাতপুর প্রধান সড়ক সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি সিকান্দার আবু জাফর সড়কের বাস স্ট্যান্ড জাতপুর বাজার তিনরাস্তা মোড়ে জমায়েত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ক্বারী মোঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ মজিবর রহমান,মাওঃ আঃ হালিম,বাজার মসজিদের প্রেস ইমাম কারী আফসার উদ্দিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আল আমিন শেখ।