নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়
সাতক্ষীরা সাহিত্যঙ্গন নিয়ে গতকাল বৃস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর ও বরিশাল শিক্ষাবোর্ডের সাবেক পরিদশকিও জেলা সাহিত্য পরিষদের উপদেষ্ঠা প্রফেসর আবু নসর, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমান, সহ- সভাপতি আব্দুর রব ওয়ার্ছী, সহ-সভাপতি ড. দিলারা বেগম, সহ-সভাপতি অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জি,এম হুমায়ন কবির, অর্থ সম্পাদক রফিকুল বারী প্রমুখ।
জেলা প্রশাসক সাতক্ষীরার সাহিত্যঙ্গনকে উত্তরোত্তর ত্বরান্বিত এবং সমৃদ্ধশালী করার জন্য জেলা সাহিত্য পরিষদের সকলকে সাথে নিয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।