দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভার সিদ্ধান্ত
সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে পুঁজা উদযাপন কমিটি নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ।
আসন্ন দুর্গা পুঁজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতাদের সাথে উক্ত মতবিনিময় সভা আগামী রবিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এসময় উপজেলার প্রায় ৬৮টি পুঁজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে বিএনপির পক্ষ থেকে উপহার সামগ্রী উঠিয়ে দেয়া হবে। উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উক্ত মতবিনিয়ম সভায় উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।