শারদীয় দূর্গাপুজা উপলক্ষে তালায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শাহিন বিশ্বাস: আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সরকারি অনুদান বিতারন ও আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩অক্টোবর) সকাল১১টায় তালার শিল্পকলা একাডেমিতে তালা উপজেলার বি এন পির সভাপতি মৃনাল কান্তি রায় এর সভাপতিত্বে ও তালা উপজেলার পুজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ রাসেল।
বিশেষ অতিথির রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আল আমিন হোসেন তালা উপজেলা বি এন পির সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেষ দেবনাথ তালা থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম তালা উপজেলার জামাতের আমির মাওলানা মফিদুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন উপজেলা আনসার ভি ডি বি কর্মকর্তা শিরিন সুলতানা পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন ।
এবার তালা উপজেলায় ১৯৬ টি পুজা মন্দিরে শারদীয় দূর্গাপুজা উৎযাপন হচেছ। প্রতিটি পুজামন্দিরে সরকার ১৯ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়েছে। বক্তরা বলেন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে এবার প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে । তবে সম্প্রতি তালায বন্যা দেখা দেওয়ার কারনে আনন্দ ম্লান হতে বসেছে। এ দিকে বক্তরা তাদের বক্তব্যে আরো বলেন পুজা মন্দিরের আইন শৃঙ্খলা যাতে কোন ধরনের অবনতি না ঘটে তার জন্য বি এন পি ও জামাতের নেতা কর্মিরা মিলে পাহারা দিবে।
উক্ত অনুষ্ঠানে তালা উপজেলার ১২ টি ইউনিয়নের পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্হিত ছিলেন।