অনলাইনআশাশুনি

আশাশুনিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

স্টাফ রিপোর্টার: সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে সাতক্ষীরা আশাশুনি উপজেলার কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।

মঙ্গলবার (১ অক্টোবর) থেকে শুরু হয়ে (৩ অক্টোবর)বৃহস্পতিবার পর্যন্ত নিজ কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখার সামনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন দিনের অবস্থান কর্মসূচির প্রথম দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন।

এ সময় আশাশুনি উপজেলা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এমদাদুল রহমান তারেক সাংবাদিকদের জানান,
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ৩১ টি টেকনোলজি আছে। তার মধ্য হতে সার্ভেয়িং টেকনোলজি অন্যতম। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ যেমন বড় বড় মেগা প্রকল্পের জমি অধিগ্রহণ, ভূমি জরিপ, সরকারি সম্পত্তির হতে অবৈধ উচ্ছেদসহ সরকারি স্বার্থসংশ্লিষ্ট সব কাজে সার্ভেয়ারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা সার্ভেয়িং টেকনোলজি চার বছর মেয়াদী ডিপ্লোমা করার পরেও দশম গ্রেড বেতন স্কেল পদমর্যদা থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরো জানান,১৯৯৪ সালের পরিপত্রের আলোকে আমাদের বাংলাদেশের সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, ও সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইন সার্ভেয়ার ইঞ্জিনিয়ারদের ১০ গ্রেড বাস্তবায়ন লক্ষ্যে রাষ্ট্র /সরকারের উচ্চ পর্যায়ের যারা নীতি নির্ধারক আছেন তাদের অবগতির জন্য আমাদের এই কর্মসূচি। ১৯৯৪ সাল থেকে আমরা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বৈষম্যের শিকার। আমাদের এটা দাবি নয় অধিকার। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের এই অধিকার বাস্তবায়ন করতে চাই।

কাদাকাটি গ্রামের সোহরাব হোসেন মালি জানান, গত কয়েকদিন উপজেলা জুড়ে সার্ভেয়ারের কার্যক্রম বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। তারা এ সমস্যার দ্রুত অবসান চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *