লিডসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: : সাতক্ষীরার নতুন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, একটি সমৃদ্ধ সাতক্ষীরা জনপদ গড়ার প্রত্যয়ে আমি কাজ করে যাব। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বুধবার (২ অক্টোবর) বেলা ১২টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে সাতক্ষীরায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে যে কার্যক্রম গুলো আমি প্রায়োরিটি দিয়েছি তার মধ্য আইন শৃঙ্খলা রক্ষা করা।

গত ৫ আগস্টে একটি সরকারের বিদায় হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তার পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় অনেক সমস্যা রয়েছে।

মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ছিল, যাদের কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সমস্ত বিষয়ে না গিয়ে আমরা আইন-শৃঙ্খলা সমঝোতা করতে চাচ্ছি। এই সমঝোতা করার জন্য আপনাদের সহযোগিতা ও যারা রাজনৈতিক দলের রয়েছেন তাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, চোরাচালান, মাদক, জুয়া, অবৈধ যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধি তুলতে হবে।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। একইসঙ্গে সাংবাদিকদের কাছে তথ্য চেয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, ডি আই ও-১ ডিএসবি মো.হাফিজুর রহমানসহ সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *