কলারোয়ারাজনীতিসাতক্ষীরা জেলা

অত্যাচার নির্যাতনে জড়িতদের বিএনপিতে ঠাই হবে না: সাবেক এমপি হাবিব

স্টাফ রিপোর্টার: হিন্দুদের অত্যাচার নির্যাতনে জড়িতদের বিএনপিতে ঠাই হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির         কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এটা শুধু আমার কথা নয়, এটা দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশ। কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হবে আর আমি বসে থাকবম এমনটি কখনো হবে না।

বুধবার (২ অক্টোবর) সাতক্ষীরার কলারোয়া পৌরসভার অডিটোরিয়ামে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় হাবিবুল ইসলাম হাবিব নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতি না করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, দলের কোনো নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে চরিত্র দেখিয়েছে, সেই চরিত্র আমরা দেখাতে পারি না।

সভায় কলারোয় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথের সভাপতিত্বে ও সন্তোষ কুমার ঘোষের সঞ্চালনায় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মারুফ উল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *