দেবহাটায় শহীদ জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন
স্টাফ রিপোর্টার: : দেবহাটার পারুলিয়ায় শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১অক্টোবর) বিকাল ৪টায় খেজুরবাড়ীয়া পাঠাগার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র পারুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার আয়োজনে স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবু।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আহম্মাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সাবেক সখিপুর ইউপি সদস্য ও বিএনপি নেতা এবাদুল ইসলাম, নজরুল ইসলাম ছোট, তৈয়ব খান, সাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাজীব আহমেদ, ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল রুন্টি, সাবেক সাধারন সম্পাদক ও সখিপুর ইউপি সদস্য মোখলেছুর রহমান, ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, শ্রমিত দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান মিন্টু, বিএনপি নেতা ও ইউপি সদস্য নুর মোহাম্মাদ, মোহাম্মাদ আলী, ইদ্রিস হোসেন, যুবদল নেতা আলাউদ্দীন আলী, শ্রমিকনেতা আব্দুল আলিম বাচা, সাইদ হোসেন, নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরোয়ার, মহিলা বিষয়ক সম্পাদিকা ও ইউপি সদস্যা সাজু পারভীন প্রমুখ।