পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন
কালের চিএ ডেস্ক: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বিরাজমান বৈষম্য দূরীকরণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মকছেদুল মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিজিএম মো. রকিবুল ইসলাম ও নৃপেন্দ্র নাথ, এজিএম মো. নূরুল আলম, মো. জাহিদ হাসান, আরিফুল ইসলাম, মো. মনজুরুল আক্তার, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি বন্ধ, গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার, অভিন্ন চাকরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীর চাকরী নিয়মিতকরণের দাবি জানান।
পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।