অপরাধআইন আদালতখুলনাসদরসাতক্ষীরা জেলা

অবৈধভাবে ভারতে গমনকালে সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে আটক-৩

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে বিজিবি।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টায় কুশখালী সীমান্তের ছয়ঘরিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বাগেরহাট জেলার বাড়ইপাড়া এলাকার বিকাশ পাড়ই(৫৫), তার স্ত্রী প্রভাতী পাড়ই(৫০) ও একই এলাকার হুরবা পাড়ই(২০)।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে রোববার রাতে অবৈধ ভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।

এসময় কুশখালী বিওপির সীমানা পিলার ১০/৪-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েব সুবেদার সেলিম হোসেনের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *