ডুমুরিয়ায় ট্রাকচাপায় নারী পুলিশ সদস্য সাতক্ষীরার ফারজানা নিহত
ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ট্রাকচাপায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল ফারজানা ইয়াসমিন রাত পৌনে ৮টার দিকে তার ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে খুলনা থেকে ফেরার পথে গুটুদিয়া মাঠের কাছে আসলে, বাইক গর্তে পড়লে তিনি ছিটকে পড়ে যান। পিছনে থাকা ট্রাক তার শরী’রের উপর দিয়ে চলে যায়। সাথে তার ছোট সন্তানও ছিল৷ তারা দুজনই সুরক্ষিত আছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফারজানা ইয়াসমিনের বাড়ী সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া- থানাঘাটা গ্রামে।