কালিগঞ্জ প্রেসক্লাবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় বক্তব্য রাখেন কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, সহ সভাপতি রমেশ চন্দ্র বিশ্বাস, সহ সভাপতি আবুল হোসেন মৃধা, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু প্রমুখ।
উল্লেখ্য যে, ১৫/৯/২৪
তারিখে সাতক্ষীরা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস এর সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী স্বাক্ষরিত কালিগঞ্জ উপজেলায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। এই কমিটির আগামীর কর্ম পরিকল্পনা নিয়ে সাংবাদিকবৃন্দের সহযোগিতা চেয়ে মতবিনিময় করেণ।
এ সময়ে উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ সাংবাদিক আলমগীর হোসেন, শিমুল হোসেন, শাহাদাৎ হোসেন, মারুফ হাসান প্রমুখ।