রাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এক দিনব্যাপী ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সুশীলন টাইগার পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ,উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আযাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা সদস্য এবং সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, এবং উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মহসিন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আযাদ বলেন, “ইউনিট দায়িত্বশীলদের নৈতিক গুণাবলী ও সামাজিক দক্ষতা অর্জন করতে হবে, যা তাদের ভবিষ্যতে সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে।”
অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল মজিদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ অহিদুজ্জামান, মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, শহিদুল ইসলাম, সাইদি হাসান, প্রভাষক মহসিন আলম, প্রভাষক আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

উপজেলার প্রতিটি ইউনিটের সভাপতি এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন, যা দিনব্যাপী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *