তালারাজনীতি

তালায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি, তালা: আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন।

শনিবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলা মাগুরা,খলিশখালি,খেশরা ও জালালপুর ইউনিয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও নবগঠিত উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায় সাইদুর রহমান সাইদ, মেহেদী হাছান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এসকে ফারুক হোসেন, বিএনপির নেতা শেখ নুর আহমেদ, এস এম শহিদুল ইসলাম,আমিনুর ইসলাম, শেখ জামির আলি, মাগুরা ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ,উত্তম সেন, গোপাল বসু, খলিশখালি পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ , কোমল দাস, জালালপুর ইউনিয়নের তপন ঘোষ,পলাশ ঘোষসহ শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *