সাতক্ষীরার ইটাগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা: ৪ জন আহত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লুৎফুন্নেছার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লুৎফুন্নেছার স্বামী, দুই ছেলে, ও মেয়ে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরা সদর থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত মফিজুর রহমান ও তার সহযোগীরা লুৎফুন্নেছার বাড়িতে হামলা চালায়। আসামিরা ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে বাড়িতে প্রবেশ করে প্রথমে লুৎফুন্নেছার পরিবারের সদস্যদের গালাগাল করতে শুরু করে।
প্রতিবাদ করলে লুৎফুন্নেছার স্বামী মুনছুর আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে অন্যান্য আসামিরা তাকে লোহার পাইপ দিয়ে আঘাত করে, যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে যায়।
একইভাবে তাদের দুই ছেলেকেও হামলা করে গুরুতর জখম করা হয়। হামলায় লুৎফুন্নেছার মেয়ে সোনিয়া সুলতানাকেও আঘাত করে মাথা ও ঘাড়ের হাড় ভেঙে দেয় হামলাকারীরা। লুৎফুন্নেছার ছোট ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে পরিবারের সদস্যরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে জানা গেছে। এই ঘটনায় লুৎফুন্নেছা সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।