অনলাইনজাতীয়সদরসাতক্ষীরা জেলা

দুর্গাপূজায় টানা ৬দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা।

ভোমরা কস্টমসের ডেপুটি কমিশনার-ডিসি এনামুল হক জানান, হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৬দিন বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে। তবে ছুটির এই ছয়দিনে ভিসা থাকা ব্যক্তিবর্গরা যাতায়াত করতে পারবে।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বলেন, উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান মাকসুদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *