অনলাইনঅপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা ব্যাটেলিয়ান ৩৩ বিজিবি’র অভিযানে ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, LSD ও বিদেশী মদ আটক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ব্যাটালিয়ান ৩৩ বআজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল LSD ও ৫ বোতল বিদেশী মদ আটক হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার তলুইগাছা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০২ আর বি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মজুমদার খাল নামক স্থান থেকে এ মাদক আটক করে বিজিবি।

বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিকদল আসামীবিহীন ওই মাদক দ্রব্য আটক করে।

বিজিবি জানায় সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০২ আর বি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মজুমদার খাল নামক স্থান দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্য প্রাপ্তির পর ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান করে এসব মাদকদ্রব্য আটক করে।

বিজিবি আরো জানায়, এ ব্যাপারে আটককৃত মাদকদ্রব্য এর বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি (সাধারন ডায়েরী) করতঃ পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *