সাতক্ষীরার সাহিত্য-সাংস্কৃতি নিয়ে এসডিএফ’র চেয়ারপার্সনের মতবিনিময় করেন কবি সবুজ
স্টাফ রিপোর্টার: এনবিআর’র সাবেক চেয়ারম্যান ও অভ্যান্তরীন সম্পদ বিভাগের সচিব ড. মোহাম্মদ আব্দুল মজিদকে বর্তমান সরকার এসডিএফ’র চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত করেছেন। এর পাশাপাশি তিনি একজন সাহিত্যিক ও গবেষক মানুষ। গতকাল বেলা ৩টায় মোহাম্মদপুর তাঁর প্রধান কার্যালয়ে সাক্ষাৎ ও আলোচনা করেন ‘অগ্নিবীণা’ সাতক্ষীরা জেলা সংসদের সাধারণ সম্পাদক ও আহ্ছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুলের পরিচালক কবি সোহরাব সবুজ।
সাতক্ষীরা সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন আলোচনা উঠে আসে। বিশেষ করে সাতক্ষীরায় অগ্নিবীণার উদ্যোগেসহ বিভিন্ন সংগঠনে নজরুল চর্চার প্রয়াস-প্রসার নিয়ে আলোচনা হয়। সাতক্ষীরার দেবহাটা টাউনশ্রীপুরে নজরুল বিষয়ক আলোচনায় তিনি বেশ মুগ্ধ হন। শুদ্ধ সাংস্কৃতিক ও সাহিত্য চর্চাকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাহিত্যিক ড. মো. আব্দুল মজিদ। এসময় সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান ‘ধূমকেতু’ ও অগ্নিবীণা’র সম্পাদক সােহরাব সবুজ। এবং কবি ধূমকেতু সহ দুটি বই তাঁকে উপহার দেওয়া হয়।