দেবহাটায় ডিবির অভিযানে পূর্ব কুলিয়া হতে ৩শ পিচ ইয়াবাসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার: ডিবি’র অভিযানে দেবহাটার পূর্ব কুলিয়া হতে ৩শ পিচ ইয়াবাসহ যুবক আটক হয়েছে।
আটক হওয়া যুবকের নাম মোঃ সজিব হোসেন গাজী (২৪)। সে দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মোস্তফা গাজী ও শরীফা খাতুন দম্পত্তির ছেলে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে পূর্ব কুলিয়াস্থ অনিল ঘোষের বাড়ীর সামনের কুলিয়া বাজার টু পুটিমারীগামী পাকা রাস্তার উপর হতে তাকে আটক করে ডিবি।
ডিবি সুত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে জেলার দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে পুলিশ পরিদর্শক হারান চন্দ্র পাল, এসআই শেখ আহম্মদ কবির, এএসআই বিএম তৌহিদুজ্জামান, এএসআই শেখ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় তিনশ পিচ ইয়াবাসহ সজিবকে আটক করে।
ডিবি শাখা জানায়, আটক সজীবের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। মামলা নং-০৮।