অনলাইনতালাসাতক্ষীরা জেলা

তালায় নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেকেন্দার আবু জাফর বাবু, তালা: সাতক্ষীরার তালায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর সাথে তালা প্রেসক্লাব, তালা মহিলা কলেজ ও বেসরকারী উন্নয়ন সংগঠন “উন্নয়ন প্রচেষ্টা” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা মহিলা কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু হাসান, তরুণ কুমার সরদার, চিত্তরজ্ঞন সেন, নন্দী দিপংকর, শফিকুল ইসলাম, নিলুফার বানু, প্রভাষক দিপ্তি রাণী, মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।

“উন্নয়ন প্রচেষ্টা”র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, সম্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, প্রকল্প সম্বয়কারী শাহানেওয়াজ কবির শাওন।

তালা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আহবায় এম এ হাকিম, সেলিম হায়দার, কাজী আরিফুল হক ভুলু, সেকেন্দার আবু জাফর বাবু, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, কে এম শাহীনুর রহমান, সুমন রায় গনেশ এসময় উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, তালা আমাদের এটাকে সুন্দর রাখা বা সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। বর্তমান জেলা প্রশাসক স্যার খুবই দক্ষ ও কাজের প্রতি আন্তরিক। তালা উপজেলা কে সুন্দর ভাবে গড়ে তুলতে যা যা করা দরকার আপনাদের সাথে নিয়ে করা হবে। এই মুহুর্তে বড় কাজ হলো, জলাবদ্ধতা নিরশন, রাস্তার যানযট দূরীকরণ, ফুটপাত পরিস্কার রাখা।
তিনি বলেন, এই কাজগুলো যথাযথ ভাবে করতে গেলে সহকারী কমিশনার (ভূমি),র সহযোগীতা সবসময় দরকার। কিন্তু তালার এই অফিসটি অনেক দূরে। আমি চেষ্টা করছি কি ভাবে এই অফিসটি উপজেলার কাছাকাছি আনা যায়। এব্যাপারে ইতিমধ্যে জেলা প্রশাসক স্যার জায়গা পরিদর্শন করে কার্যক্রম এগিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *