অনলাইনঅপরাধআইন আদালতলিডসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল আটক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা বিজিবির বিশেষ মাদক বিরোধী অভিযানে ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল আটক হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে ০২ টি পৃথক মাদক বিরোধী অভিয়ান পরিচালনা করে চান্দুরিয়া বিওপির দুটি বিশেষ আভিযানিক দল এ ফেনসিডিল উদ্ধার করে।

সুত্রে জানা যায়, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চান্দুরিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া মাঠ এলাকা দিয়ে চোরাকারবারীরা মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ভোর ৪ টায় চান্দুরিয়া বিওপির টহলকমান্ডার হাবিঃ জাকির হোসেনের এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে ১টি বস্তা ফেলে ঘন জংগল দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ১৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

এছাড়াও চান্দুরিয়া বিওপি’র সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া আম বাগান এলাকা দিয়ে চোরাকারবারীরা মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন ভোর ৫ টায় টহলকমান্ডার হাবিঃ আসলাম হোসেনের এর নেতৃত্বে আরো ১টি বস্তা উদ্ধার করে। বস্তাটি তল্লাসী করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিজিবি সুত্র জানায়, আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি (সাধারন ডায়েরী) করতঃ পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *