অনলাইনকালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

মাধ্যমিক ও মাদ্রাসার মধ্যে বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে কালিগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বৈষম্য দূরীকরণে ৪ দফা দাবিতে সারা দেশের ন্যায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধসহ শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি।

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে রহমতপুর নবযুগ সোপান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ভাড়াসিমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুজতাহিদ হোসেন, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করনের জন্য সকল মাধ্যমিক ও মাদ্রাসাগুলো জাতীয়করণ, শিক্ষা কমিশন গঠন করে অভিজ্ঞদের উপজেলা প্রশাসনে পদায়ন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে বৈষম্য দূর করার জোর দাবি জানান। এছাড়াও শিক্ষকদের অবহেলিত বেতন কাঠামো জাতীয়করণের আওতায় এনে সমাধানের দাবি জানান। নামমাত্র বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দিয়ে শিক্ষকদের মর্যাদার উপরে আঘাত করা হয়েছে। এই বৈষম্য অচিরে দূর করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার নিকট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *