পাইকগাছার রাড়ুলীতে এক সন্তানের জননী ধর্ষণ ঘটনায় আটক-৩
মোঃ খোরশেদ আলম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছায় এক সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ মামলায় পুলিশ ৩ আসামী’কে গ্রেফতার করেছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্মন্ন হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে আরাজী ভবানীপুরের সামাদ আজাদ এর বিবাহিতা মেয়ে এক সন্তানের জননী (২৮) তার মায়ের চিকিৎসার টাকার জন্য ভ্যানযোগে পাশ্ববর্তী কাঁকার বাড়ি রাড়ুলীতে যাচ্ছিল। পথিমধ্যে ভ্যানটি রাড়ুলীর নিতাই দাসের বাড়ির কাছে পৌছালে কয়েকজন পরিচিত ও অপরিচিত যুবক ভ্যানের গতিরোধ করেন।
ভিকটিমের অভিযোগ এসব যুবকরা টেনে-হেচড়ে পার্শবর্তী বাগানে নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে তাকে ফেলে রেখে চলে যায়।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে রাড়ুলীর বাঁকা বাজারের হোটেল মালিক শামিম শেখ (৩০) আবু বক্কর মোড়লের ছেলে আরমান (২৪) নুরুল মোড়লের ছেলে আসলাম(৩২) ও অজ্ঞাত দু’যুবকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। যার নং-১৫, তাং ২১-০৯-২০২৪।
এ মামলার তদন্ত কর্মকর্তা ওসি ( অপারেশন) রঞ্জন মিস্ত্রী জানান, ধর্ষন মামলায় এজাহারভুক্ত আসামী আরমান মোড়ল,আসলাম মোড়ল ও তদন্তপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর’কে গ্রেফতার করা হয়েছে।
ওসি ওবাইদুর রহমান জানান ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আটক ৩ আসামী’কে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।