সাতক্ষীরায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও সোনার গহনা লুট
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় প্রবাসীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে ডাকাতি সংঘটিত হয়েছে।
শনিবার দিবাগত রাত অনুমান একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় মাজেদ মোড়ল নামে এক প্রবাসীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে চার ভরি সোনার গহনা, নগদ ৯০ হাজার টাকা,২০ টি মুরগী ও তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে।
প্রবাসী মাজেদ মোড়লের স্ত্রী সাবিনা খাতুন জানান, শনিবার দিবাগত রাত অনুমান একটার সময় ৫ থেকে ৬ জন মুখোশধারী ডাকাত একটি মাইক্রোবাসে করে তাদের বাড়ির সামনে আসে। তারা বাড়ির গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। তার হাত ও মুখ বেঁধে তাকে পিটিয়ে জখম করে। তাকে হত্যার হুমকি দিয়ে তার ঘরের আলমিরার চাবি নেয়।
এরপর তার ছেলে রাসেলের মুখে অস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে নগদ ৯০ হাজার টাকা,চার ভরি সোনার গহনা, ২০ টি মুরগী,তিনটি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এছাড়া বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক ভ্যান চালককে বেঁধে ফেলে তার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে নেয়।
ওই বাড়িতে সাবিনা খাতুন ও তার ছেলে এবং ছেলের বউ থাকেন বলে প্রবাসীর স্ত্রী সাবিনা জানান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান,এ ঘটনায় প্রবাসীর জামাতা কাশেমপুরের ব্যবসায়ি সাদেকুর রহমান বাদি হয়ে রবিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রস্তুতি চলছে।