কালিগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত দুই সাংবাদিকের স্মরণসভা,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত দুইজন সদস্যের স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন প্রয়াত আশেক মেহেদীর ছোট ভাই, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, প্রয়াত সাংবাদিক শেখ আব্দুল হামিদের পিতা শেখ আব্দুর রশিদ ও পুত্র শেখ রায়হান কবীর, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল লতিফ মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য এস,এম গোলাম ফারুক, সিনিঃ সদস্য জিএম শামছুর রহমান, সিনিঃ সদস্য গাজী মিজানুর রহমান, বক্তব্য রাখেন উদীচি শিল্পগোষ্ঠীর উপজেলা সেক্রেটারী শান্তি গোপাল চক্রবর্তী, সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের উপজেলা সেক্রেটারী আলী সোহারাব, বন্ধু ফোরামের সেক্রেটারী সৈয়দ মাহামুদুর রহমান, নাট্যাভিনেতা নয়ন কুমার দাশ, সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব আকরাম হোসাইন। এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম, সদস্য কাজী আল মামুন, শেখ আব্দুল করিম মামুন হাসান, শেখ আমজাদ হোসেন, হাবিবুল্লাহ বাহার, আব্দুল জলিল খাঁন, গোলাম রব্বানী, আলমগীর হোসেন, শেখ আতিকুর রহমান, শেখ শরিফুল ইসলাম, শাহাদৎ হোসেন, মোঃ শিমুল হোসেন, ফজলুর রহমান, শেখ আল নুর আহমেদ ঈমন, কাজী রাফাদসহ প্রয়াত সাংবাদিক দ্বয়ের পরিবারের সন্মানিত সদস্যবৃন্দ ও সূধীবৃন্দ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য যে, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক গত ১০ সেপ্টেম্বর- ও সিনিয়র সদস্য আশেক মেহেদী ১২ সেপ্টেম্বর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন