শ্যামনগরে এনসিটি এফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় এনসিটি এফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পরিত্রাণের আয়োজনে কারিতাস খুলনা আঞ্চল কচুখালী ইউনিটের হল রুমে প্রথম পর্ব এনসিটি এফের সভাপতি জয় সরকারের সভাপতিত্বে পরিত্রানের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক রনজিত কুমার বর্মন, পরিত্রাণের প্রধান হিসাব রক্ষক স্নেহলতা মল্লিক, বার্ষিক সভায় সর্ব সম্মতি ক্রমে আগামী ২ বছরের জন্য সুমন মন্ডলকে সভাপতি ও লিচা মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি সুমন মন্ডল।এনসিটি এফ শিশুদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।