ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন উপলক্ষে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন করতে ২১সেপ্টেম্বর শনিবার সকালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে বাজার কমিটির প্রধান উপদেষ্টা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার, শোয়াইব আহমেদ ,সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী।
নির্বাচন পরিচালনার জন্য ব্যবসায়ী নেতা মনিরুল ইসলামের প্রস্তাবে এবং সর্বসম্মতি ক্রমে গঠিত কমিটিতে মোঃ আইনুল ইসলাম নান্টাকে আহ্বায়ক ও প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদকে সদস্য সচিব করে মোট ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হল আল.মাওলানা আব্দুস সবুর ,আল. মোঃ শাহাদাত হোসেন বাবু ,মোঃ খুরশিদ আলম ,মোঃ আব্দুল হাকিম, মোঃ জাকির হোসেন, মো: মোস্তাক আহমেদ, মোঃ আবু হাসান , শামীম সানা, সুবীর সাহা,আনারুল ইসলাম, নিখিল আঢ্য। উক্ত আহ্বান কমিটি অতি শীঘ্রই অবাধ সুস্থ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।