অনলাইনঅপরাধআন্তর্জাতিককলারোয়াজাতীয়সাতক্ষীরা জেলা

কলারোয়ার সোনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিএসএফ

মেহেদী সোহাগ, কলারোয়া: বাংলাদেশ সীমান্ত কলারোয়া তলুইগাছা কেড়াগাছী ও ভারতের তারালী সীমান্ত সোনাই নদীতে অজ্ঞাত ব্যাক্তীর লাশ পাওয়া যায়।

শনিবার সকালে বাংলাদেশের কলারোয়া কেড়াগাছী তলুইগাছা সীমান্ত পিলার তেরো বাই তিন এস এর দুই আর এর নিকট হতে একশ গজ ভারতীয় সীমানায় সোনাই নদীতে অজ্ঞাত লাশ ভাসতে দেখা যায়।

এসময় বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে স্থানীয় জনসাধারণ সনাক্ত করে অজ্ঞাত লাশটি ভারতীয় নাগরিক। পরবর্তীতে ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার স্বরুপনগর থানার বিতারী পঞ্চায়েতের দক্ষীণ তারালী ভারতের সীমানা ঘেঁষে সোনাই নদীতে ভাসতে থাকা অজ্ঞাত ব্যাক্তির লাশটি তারালী বিএসএফ ক্যাম্পের এসি সুমন ঘোষ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে স্বরুপনগর থানায় হস্তান্তর করে বলে জানাযায়। এখনো অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *