সাহিত্য কবি মাহবুবা মোনা’র ছড়া: লাল সাদা হলুদ September 19, 2024 newsadmin লাল সাদা হলুদ -মাহবুবা মোনা শিমুল পলাশ কুঞ্জলতা লাল রঙের ফুল, করবী, জবা, কলাবতী গাছের কানে দুল। কামিনী আর দোলচাপা সাদা রঙের হয় টগর বেলি হাসনাহেনা মনের কথা কয়। সোনালু আর সূর্যমুখী হলুদ মাখে গায় তা দেখে অলকানন্দা ভীষণ মজা পায়। Post Views: 2,822