বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য স্বাক্ষাৎ
মাহমুদুল হাসান শাওন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীরের সাথে সৌজন্য স্বাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-০১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য স্বাক্ষাত করেন।
এসময় দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পলাশ ও আব্দুস সালাম মধু উপস্থিত ছিলেন।
সৌজন্য স্বাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরার রাজনৈতিক নানা বিষয় নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনা করেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব।