অনলাইনকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা সাংবাদিক আশেক মেহেদীর দাফন সম্পন্ন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য অভিনেতা, ক্রীড়া সংগঠক, সাবেক সেনা কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদির বড় ভাই সাংবাদিক আশেক মেহেদী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

তিনি ভারত থেকে একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে যোগদান শেষে বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়িতে ফিরে নিজ বাসভবনে ভোর সাড়ে ৫ টার দিকে বুক ব্যথায় হৃদ যন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃতকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর। মৃত্যু কালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ পুত্র সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

সাবেক সেনা সার্জেন্ট আশেক মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের সাবেক প্রকৌশলী অফিসের প্রধান হিসাব রক্ষক শামসুদ্দিন গাজীর পুত্র।

তার মৃত্যুর খবর পেয়ে খুলনা বিভাগীয় সশস্ত্র বাহিনী বোর্ড অফিসের একদল সু-সজ্জিতনৌ সদস্যরা চিফ পেটি অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে সামরিক মর্যাদায় পানিয়া কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা সম্পন্ন করে বিকাল ৫ টায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তার এই অকাল মৃত্যুতে তার পরিবারের মাঝে সহ সংস্কৃতিক অঙ্গন সহ গণমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সুধী সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *