ডেপুটি এ্যাটর্নি জেনারেল এড. জুলফিকার আলমকে ল’স্টুডেন্স ফোরাম সাতক্ষীরার শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি: ল স্টুডেন্স ফোরাম সাতক্ষীরার পক্ষ থেকে নব নিযুক্ত ডেপুটি এ্যাটর্নি জেনারেল এড. জুলফিকার আলম কে শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের কফিভিলা রেস্টুরেন্টে তাকে শুভেচ্ছা জানান ল স্টুডেন্স ফোরামের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, এড. সরদার সাইফ, এড. বায়েজিদ রনি, এড. মোখলেছুর রহমান, ল স্টুডেন্স ফোরামের প্রতিষ্ঠাকালিন সভাপতি ব্যাংকার নাজমুল হক, প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক শিক্ষক কাজী সাহাবুদ্দিন সাজু, সাবেক সভাপতি এস এম বিপ্লব হোসেন, বর্তমান সভাপতি সালাউদ্দিন রানা, সাধারণ সম্পাদক ফিরোজ আলী(ভারপ্রাপ্ত), বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সানজিদা ওয়াহিদ, সহ-সভাপতি স্বপ্না পারভীন, সদস্য রায়হান, আবুল হোসেন, আজমাইন সবুজসহ অন্যরা।
ডেপুটি এ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেন, পড়াশোনার বিকল্প নেই। লক্ষ স্থির করতে হবে এবং লক্ষ্যে পৌছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। প্রত্যান্ত অঞ্চল থেকে রাজধানী শহরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে সফলতা অর্জন করা সম্ভব হবে। আমি চাই সাতক্ষীরার আইনের ছাত্ররা এগিয়ে যাক। তাদের যে কোন সহযোগিতায় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।