অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে এলজিইডি কর্তৃক রাস্তার পাশে লাগানো লক্ষ লক্ষ টাকার সরকারি গাছ কাটার হিড়িক

ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: সরকারি কোন নিয়ম নীতি উপেক্ষা করে এল,জি,ইডির সরকারি রাস্তার পাশে লাগানো লক্ষ লক্ষ টাকার গাছ কেটে বিক্রির হিড়িক পড়ে গেলেও দেখার কেউ নাই। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ কে জানালে তিনি বললেন দেখি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলে কি করা যায়। উনি তো বদলি হয়ে গেছেন।

বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসকে স্থানীয়রা জানালে তিনি তাৎক্ষণিক ভাবে বিষয়টি তদন্ত করে স্থানীয় জয়পত্র কাটি ভূমি অফিসের তহশিলদার নুরুল ইসলামকে জানাতে বললেও দিনভর তাকে খোঁজ পাওয়া যায়নি। তবে বিষয়টা সম্পর্কে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি কমিশনার( ভূমি) অমিত কুমার বিশ্বাস এ প্রতিনিধিকে জানান এ বিষয়ে আমি কিছু জানি না তবে সকালে এ রকম একটি বিষয় জানার পরে স্থানীয় ভূমি অফিসের তহশিলদারকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছিল বিষয়টি আমি দেখছি।

এ বিষয়ে তহশিলদার নুরুল ইসলামকে একাধিক বার ফোন দিলেও তিনি রহস্য জনক কারণে ধরেননি । উপজেলা প্রশাসনের এরূপ হ য র ল বর মত অবস্থা বিরাজ করায় এরকম লুটপাট এর কাজ অব্যাহত রয়েছে বলে স্থানীয়রা জানান।

সোমবার( ৯ সেপ্টেম্বর) ভোর হতে সাতক্ষীরার উপজেলার কালিগঞ্জ কলেজ মোড় হতে বালিয়াডাঙ্গা, কৃষ্ণনগর মহাসড়কের বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধর কাটি জামে মসজিদ এবং ইসমাইলের দোকানের সামনের রাস্তার পাশে লাগানো ১০/১২ টি লম্বু এবং মেহগনি গাছ কেটে মুকুন্দ মধুসূদনপুর গ্রামের কাঠ ব্যবসায়ী পলাশকে নিয়ে যেতে দেখা গেছে।

এ বিষয়ে কাঠ ব্যবসায়ী পলাশ সাংবাদিকদের জানান স্থানীয় আব্দুল্লাহ মাস্টার, রহিমগংরা তার কাছে নিজেদের গাছ বলে বিক্রি করেছে। তবে এ বিষয়ে সত্যতা জানার জন্য আব্দুল্লাহর খোঁজ মিলিনি। এইভাবে স্থানীয় সরকার এবং জেলা পরিষদের বিভিন্ন সড়কের পাশে লাগানো গাছ কেটে বিক্রি করার হিড়িক পড়ে গেছে কালীগঞ্জ উপজেলা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *