আশাশুনির বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশচন্দ্র সানার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জগদীশচন্দ্র সানার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গোয়ালডাঙ্গা বাজারে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়দল ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আজারুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি বড়দল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, রবিউল ইসলাম সানা। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আজহারুল ইসলাম আজগার, কামরুল ইসলাম, হাফিজুল ইসলাম হাফিজ, শরিফুল ইসলাম লাভলু, যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, সদস্য সচিব আবু হাসান মোল্লা, নুরুল ইসলাম, মিজানুর রহমান, আহসান হাবীব, আশিক, হাবিবুল্লাহ প্রমূখ। এর আগে গোয়ালডাঙ্গা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজার চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
প্রধান অতিথ তার বক্তব্য বলেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগসহ হত্যার অভিযোগ রয়েছে। কিন্তু তার নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা শতশত মামলা আসামি হয়েছে। আওয়ামী লীগ দুঃশাসনের আমলে বিএনপির কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারি নাই। কিন্তু এই খুনি জগদীশচন্দ্র সানার বাঁচানোর জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমরা এদেরকে চিহ্নিত করে জনগণের সামনে সাজা দিতে চাই।
তিনি বলেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন সোনার বাংলা পরিচালিত হবে। তাই যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন এই নেতা।