শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাতে মানববন্ধন
জিএম আব্দুল কাদের, শ্যামনগর: শ্যামনগর উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন প্রধান শিক্ষক দুর্নীতিবাজ জয়দেব বিশ্বাসের সীমাহীন অর্থ বাণিজ্য ও দুর্নীতি অর্ধ কোটি টাকার বাণিজ্য ও আত্মসাৎ করায় পদত্যাগসহ স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১০ টায় স্কুলের সামনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী আয়জনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক গোবিন্দ কুমার মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধান্য কুমার মন্ডল, চতুর্থ শ্রেণীর কর্মচারী শুব্রত কুমার মন্ডল, স্থানীয় অভিভাবক রফিকুল ইসলাম প্রমুখ।
শিক্ষক যোগেশচন্দ্র মন্ডল তার বক্তব্যে বলেন, আমার ছেলে নিয়োগ দেওয়ার জন্য ১৫ লক্ষ টাকা দিতে হয়েছে। প্রথমে নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার জন্য ৪ লক্ষ টাকা দিতে হয় পরে বন্ধ হয়ে গেলে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন সৃষ্ট পদে বডিগার্ড পদে নিয়োগ দেওয়ার জন্য আবার ১১ লক্ষ টাকা দিতে হয়েছে।
চতুর্থ শ্রেণীর কর্মচারী শুব্রত কুমার মন্ডল বলেন, আমি অনার্স মাস্টার্স নিবন্ধন পাস তারপরেও আমি পরিচ্ছন্ন কর্মী। পড়াশোনা শেষ করে চাকরির অভাবে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তখন দেখতে পাই সিংড়াখালী বিদ্যানিকেতনে সার্কুলার দিয়েছে আমি তখন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি তুমি আমাকে আবেদন করতে বলেন এবং আমি আমার মেধা যোগ্যতা দিয়ে চাকরিটা পায়।চাকরি পাওয়ার পরে তিনি আমাকে বলেন স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য আমাকে টাকা দিতে হবে। বাধ্য হয়ে বিভিন্ন জায়গা থেকে সুদের টাকা সংগ্রহ করে ১২ লক্ষ ৩০ হাজার টাকা নেয়। তিনি আমার সার্টিফিকেট গুলো দেখে উচ্চ পদে চাকরি দেওয়ার আকাঙ্ক্ষা প্রলোভন দেখায়। আমি প্রতিষ্ঠান আমার কাছে কোন অনিয়া প্রকাশ করি না তারপরও তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।