বাংলা একাডেমির নতুন মহাপরিচালক ড. মোহাম্মদ আজম
ডেস্ক রিপোর্ট: বাংলা একাডেমির মহাপরিচালক পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলা একাডেমির পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে স্বাগত জানান একাডেমির সচিব মোহা. নায়েব আলী, একাডেমির পরিচালক ও উপপরিচালকরা।
বাংলা একাডেমি আইন, অন্তর্বর্তী সরকার ২০১৩ এর ধারা-২৬(২) এবং ধারা-২৬(৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে গত ৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করে।
বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অপরিসীম। গণঅভ্যুত্থানের পর একাডেমিকে ঘিরে এদেশের মানুষের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আশা করি, সবার সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে গবেষণামূলক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো।
অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব মোহা. নায়েব আলী বলেন, আমরা আশা করি অধ্যাপক ড. মোহাম্মদ আজমের দক্ষ ও সৃজনশীল নেতৃত্বে বাংলা একাডেমি তার প্রতিষ্ঠার তাৎপর্য এবং উদ্দেশ্যকে সফল করতে সক্ষম হবে।