সহকর্মীদের অশ্রুসিক্ত ভালোবাসায় বদলিজনিত বিদায় নিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী
স্টাফ রিপোর্টার: শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত হৃদয়ে বদলীজনিত সংবর্ধণা প্রদান করা হয়েছে সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে।
শনিবার সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে বিদায়জনিত এ সংবর্ধনা প্রদান করা হয়।
গত বছরের ১৫ ডিসেম্বর মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সাতক্ষীরা জেলায় যোগদান করে আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রনসহ আপামর জনসাধারনকে নিরবিচ্ছিন্ন সেবাদান করেছেন।
সম্প্রতি তিনি সাতক্ষীরা জেলা হতে পুলিশ সুপার, পুলিশ টেলিকম, ঢাকা হিসেবে বদলীর আদেশপ্রাপ্ত হন।
বদলীজনিত এ বিদায়ে সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দীকি।
জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ সুপার হিসাবে ব্যাপকভাবে আলোচিত হন।
তিনি সাতক্ষীরা জেলায় যোগদানের পর থেকে জেলা পুলিশেরর বিভিন্ন স্তরে আমূল পরিবর্তন সাধিত হয়। এ সময় তাকে জেলা পুলিশ, সাতক্ষীরার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী স্বারক প্রদান করা হয়।
বিদায়ী পুলিশ সুপার জনাব সিদ্দীকি জেলার সম্মানিত সকল নাগরিক, জেলার সকল অফিস প্রধানসহ সংশ্লিষ্ট সকল, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সাতক্ষীরার সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ, আউটসোর্সিং এর সকল সদস্যকে সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। সর্বশেষ তিনি তাঁর পরিবার পরিজন সকলের জন্য দোয়া প্রার্থনা করেন। অতঃপর তিনি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে প্রীতিভোজে মিলিত হন।
এদিকে, গত ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র সাতক্ষীরাতেই স্বপদে পুনর্বহাল ও বদলি প্রজ্ঞাপন বাতিলের এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও প্রেস ব্রিফিং করেছে।
এ উপলক্ষে সকাল ১১ টায় সাতক্ষীরা খুলনার রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে গিয়ে প্রেস ব্রিফিং এ মিলিত হয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মতিউর রহমান সিদ্দিকী স্যার আন্দোলনের সময় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তিনি আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতেন। তিনি এই আন্দোলনের পক্ষে ছিলেন।
পুলিশবাহিনীকে সুশৃংঙ্খলভাবে নিয়ন্ত্রণ করায় সাতক্ষীরায় কোন ছাত্র-ছাত্রী নিহত হয়নি। এবং তিনি সাতক্ষীরায় আসার পর থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে গিয়েছিল।
কোনভাবেই তিনি চোরাকারবারি বা মাদক ব্যবসায়ীদের কে প্রশ্রয় দেননি, যেটা ইতিপূর্বে সাতক্ষীরায় কোন পুলিশ সুপার এমন ভূমিকা রেখেছে কিনা আমাদের জানা নেই। এজন্য আমরা চাই আমাদের প্রাণের সাতক্ষীরায় পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী স্যারকে সরকারি বিধি মেনে সাতক্ষীরায় স্বপদে পুনর্বাহল করা হোক।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) জনাব মোঃ আমিনুর রহমান,জনাব মোঃ ফজলুল হক, সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল), সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এসপি মতিউর রহমান সিদ্দীকির বলিষ্ঠ নেতৃত্ব জেলাবাসীকে বিশেষভাবে প্রভাবিত করে। দক্ষতার সাথে ৫ আগস্ট পূর্ববর্তী সকল পরিস্থিতি মোকাবিলা করায় তিনি প্রশংসার শিখরে অবস্থান করেন। তাঁর বদলির সংবাদ প্রকাশিত হলে মানববন্ধন, প্রেস ব্রিফিং কর্মসূচীসহ অনলাইন মাধ্যমে ব্যাপক প্রচারণা চালান।
এদিকে, মুহাম্মদ মতিউর সিদ্দীকির বদলিতে সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ফেসবুকে তাকে নিয়ে আবেগঘন বক্তব্য প্রকাশ করছেন জেলার সচেতন মহল। সকলেই তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছেন।