শ্যামনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সামিউল আজম মনিরের সাথে সাতক্ষীরা শহর ছাত্র দলের সৌজন্য সাক্ষাৎ
সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সামিউল ইমাম আজম মনিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সাতক্ষীরা শহর ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এসে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।
সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম এর নেতৃত্বে এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা শহর যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল্লাহ আল কাফি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের মাসুদুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঝুমা মারিয়া, সাতক্ষীরা থানা ছাত্রদলের সদস্য ও কালিগঞ্জ জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি মাসুদ পারভেজ, সাতক্ষীরা আহসানিয়া মিসন আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সচিব ছাত্রদলের আমিনুর রহমান,০২ নং কাশিমাড়ি ইউনিয়নের ছাত্রনেতা মেহারাব হোসেন প্রমুখ।