তালার কুমিরা হাই স্কুল মাঠে সাবেক এমপি হাবিবের গণসংবর্ধনা শনিবার বিকাল ৩ টায়
এম এ মান্নান, তালা: তালা-কলারোয়ার সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব কারামুক্তির পর শনিবার বিকাল ৩ টায় তালা উপজেলা বাসীর পক্ষ থেকে কুমিরা হাইস্কুল মাঠে তাকে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা-মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে তাকে ফাঁসানোর জন্য তার নাম উক্ত মামলায় অন্তুভুক্ত করা হয়। উক্ত ষড়যন্ত্রমূলক মামলায় পরিকল্পিত পৃথখ পৃথক ভাবে ৭০ বছরের কারাদন্ড প্রদান করা হয়। উক্ত সকল মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগ থেকে জামিন প্রাপ্ত হয়ে গত ৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারা মুক্তি হন। তিনি এমপি থাকাকালে তালা-কলারোয়া নজির বিহীন উন্নয়ন সহ জনক্ষতিকর কোন কর্মকান্ডে লিপ্ত না থাকায় জনগণের মাঝে তার গড়ে উঠে তার ব্যপক জনপ্রিয়তা। তাকে আগামী শনিবার বিকাল ৩ টায় কুমিরা হাইস্কুল ময়দানে গনসংবর্ধনা আয়োজন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে তালা-কলারোয়া সাতক্ষীরা জেলা ব্যাপি বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক, ছাত্রদল, তাতীদল, মহিলা দল, মৎস্যজীবিদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের শুভেচ্ছা ও আগমনী ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডে ছেয়ে গেছে। তাছাড়া তার আগমনে সাধারণ জনগণের মধ্যেও তার ভালোবাসার মানুষদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।