বন্যার্তদের সাহায্যার্থে কালিগঞ্জের পিডিকে ফুটবল মাঠে প্রীতি ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত
এস,এম গোলাম ফারুক,কালিগঞ্জ ব্যুরো: বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পিডিকে ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ সেপ্টেম্বর)বিকেল সাড়ে চারটায় শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী ঈশ্বরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব ও পিডিকে মিতালী সংঘের মধ্যকার খেলায় পিডিকে মিতালী সংঘ এক শুন্য গোলে জয়লাভ করে।
হাজার হাজার দর্শকের সমাগমে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধপরিচালনা করেন পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান দ্বিতীয়ার্ধ পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী ছিলেন মো: শাহীন।
ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশ বেতারের জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক শফিক আহমেদ দবির।
উক্ত প্রীতি ম্যাচ থেকে সংগ্রহীত অর্থ বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেয়া হবে বলে পিডিকে মিতালী সংঘের কর্ণধর গাজী আব্দুর রফিক এ প্রতিনিধিকে জানান।