কলেজ ছাত্র মোস্তাকিমের খুনিদের বিচারের দাবিতে আশাশুনিতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির গোদাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের কলেজ পড়ুয়া পুত্র মোস্তাকিম বিল্লাহকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ব্রিজের উপর মহিউদ্দিনের নেতৃত্বে এলাকার সর্বস্তরের জনগণ ওই মানববন্ধন করেন। এসময় বক্তারা বলেন, মোস্তাকিম বিল্লাহ খুব নম্র, ভদ্র ও বিনয়ী ছিলো। তার কোন শত্রু থাকতে পারে না। মোস্তাকিম বিল্লাহর লাশের মাথার পিছনে বড় ক্ষত ছিল। তড়িঘড়ি করে লাশ দাফন করায় সবাই সন্দেহ করছেন। মোস্তাকিম বিল্লাহকে পরিকল্পিভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন বক্তারা। সে অনুযায়ী এলাকাবাসী মোস্তাকিম বিল্লাহর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের দাবি করেছেন।