কয়রায় ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
কয়রা প্রতিনিধি: খুলনার কয়রায় মহারাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মাছুম বিল্লাহ মিন্টুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার মহারাজপুর বড়ব্রিজ মোড়ে মানববন্ধনের মাধ্যমে এ অভিযোগ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম, আবু সাইদ, সীমা রানি বালা প্রমুখ।
মানববন্ধনে এলাকাবাসী বলেন,গত ২৬ আগস্ট রাত ৯টার দিকে স্থানীয় বাসিন্দা করিম মোল্যাগং ও আব্দুর রহমানগং গাজীদের মধ্য জমিজমা নিয়ে মারাপিটের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে মারপিট ঠেকাতে যান মাছুম বিল্লাহ মিন্টু। মারপিট ঠেকাতে যাওয়ায় খুব্দ হয়ে মাছুম বিল্লাহ মিন্টুকে আসামী করে কয়রা আদালতে বাদী হয়ে মামলা করেছন আব্দুর রহমন গংয়ের আবুল কালাম গাজী। যেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।