তালায় ইন্টারফেইস ফলোআপ মিটিং অনুষ্ঠিত
তালায় ইন্টারফেইস ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে ইন্টারফেইস ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।
ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরণের সহযোগিতায়, গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার।
উত্তরণের প্রজেক্ট অফিসার আবু ইমরানের সঞ্চাালনায় মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাবলিক হেলথ কো-অর্ডিনেটর রাইয়ান কবির,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ মকবুল হোসেন, মহিলা বিষয়ক অফিসের দেবকী রানী, সমাজসেবা অফিসের মোঃ কবিরুজ্জামান, উত্তরণের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, মনিটরিং এ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার প্রতিক দাশ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান প্রমুখ।
এ সময় ১২ টি কমিউনিটি কিনিক ও ৪টি এফডব্লিউসি’তে ওয়েটিং চেয়ার, স্যানিটারী ন্যাপকিন, বালতি, বদনা, টয়লেট কিনার, টয়লেট ব্রাশ ও স্যাভলন এন্টিসেফটিক সাবান বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি