তারেক রহমানের সাথে সাতক্ষীরা জেলা বিএনপি নেতৃবৃন্দদের ভার্চুয়াল মিটিং
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাতক্ষীরা জেলা বিএনপি নেতৃবৃন্দদের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২সেপ্টেম্বর) বিকালে শহরের লেকভিউ কনফারেন্স রুমে এই ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চুয়াল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-আহবায়ক শেখ তারিকুল হাসান, মৃনাল কান্তি রায়, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি রহমতউল্লাহ পলাশ, পৌর বিএনপি নেতা শের আলী, মাসুম বিল্লাহ শাহিন, তাসকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।