টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: ভোলা সদর উপজেলায় টাকার জন্য মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে ভুট্টু ওরফে শিপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত নূরজাহান বেগম (৭০) ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরকাঠালী এলাকার মৃত সাইফুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেমাবার দিবাগত রাতে মায়ের কাছে টাকা চান ভুট্টু। টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, এ ঘটনায় নিহত নূরজাহানের বোনের ছেলে একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান ওসি।