অনলাইনসদরসাতক্ষীরা জেলা

জলবায়ুর প্রভাব মোকাবিলায় ভিবিডি সাতক্ষীরার বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ করেছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের প্রাণ শায়ের খাল পাড়ে ফলজ, ওষুধিসহ বিভিন্ন পরিবেশবান্ধব গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির পালন করে ভলেন্টিয়াররা।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম অন্তর, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, প্রজেক্ট অফিসার সাজিদুল ইসলাম, ট্রেজারার শরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার শোভা আশা হালদার, কমিটি মেম্বার তানভীর আনজুম খান, সামিউল ইসলাম, নুসরাত জাহান জিনিয়া, আফসানা মিমি, জেনারেল মেম্বার জান্নাতুল ফেরদৌস, জিএম ফরহাদ সজিব, শিহাবুজ্জামান প্রমুখ।

সংগঠনের সভাপতি মো. হোসেন আলী বলেন, বর্তমানে পৃথিবীতে পরিবেশের বিপর্যয় চলছে। এ বির্পযয় থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ রোপণ ছাড়া বিকল্প কোনো উপায় নেই। একটা মানুষের অক্সিজেনের প্রতিদানের বিপরীতে কমপক্ষে ৫০-১০০ টি করে গাছ লাগানো উচিৎ। এই গাছই হচ্ছে আমাদের পৃথিবীর প্রথম ফুসফুস ও আমাদের ফুসফুসের জ্বালানি। তাই আসুন আমরা গাছ কাটা থেখে বিরত থাকি এবং যেখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সেখানে বৃক্ষ রোপন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *