গাজা সংঘাত বাড়লে পশ্চিমা দেশগুলোকে দায় বহন করতে হবে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরাইলের পশ্চিমা মিত্ররা যদি গাজা সংঘাত কমাতে সাহায্য না করে তাহলে তাদের জবাবদিহি করতে হবে।
গাজায় সংঘর্ষ অব্যাহত রেখে এবং ‘এখন তাদের হত্যার যন্ত্র (সামরিক বাহিনী) পশ্চিম তীরে প্রেরণ করে, ইসরাইল অঞ্চলটিকে বিপজ্জনক সঙ্কটের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে,’ তিনি এক্স-এ বলেছিলেন।
যদি ইসরাইলের ‘পশ্চিমা সমর্থকরা এ অপরাধমূলক উস্কানি রোধ করতে ব্যর্থ হয়, তাহলে তারা পরিণতির জন্য দায়বদ্ধ হবে – এবং জবাবদিহি করতে হবে,’ মন্ত্রী বলেন।
গত ২৮ আগস্ট রাতে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী পশ্চিম তীরের উত্তর অংশে জেনিন এবং তুলকারম শহর এবং কাছাকাছি ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলির কাছে তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। ওয়াফা বার্তা সংস্থার মতে, ওই এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। সূত্র: তাস।