কলারোয়ায় চ্যারিটি কনসার্টের সংগ্রহীত অর্থ হস্তান্তর
জুলফিকার আলী: সাতক্ষীরা শিল্পী পরিবার ও সাতক্ষীরা সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশনের চ্যারিটি কনসার্টের মাধ্যমে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে।
বুধবার (৩সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় চ্যারিটি কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন তারা।
তাঁদের সংগ্রহীত মোট অর্থের পরিমাণ ৪২হাজার ৫শত ৮১টাকা। এরমধ্যে ৪০হাজার ৫শত ৮১টাকা ব্যাংকের মাধ্যমে ও এবং অবশিষ্ট ২০০০ হাজার টাকা জেলা প্রশাসক কার্যালয়ের অবস্থিত বন্যার্তদের সহযোগিতার জন্য বুথে জমা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা সাউন্ডের সভাপতি মোঃ রবিউল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক মোঃ সোহারাব হোসেন খোকন, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হাসান, কোষাধক্ষ্য মোঃ আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন-সাতক্ষীরা শিল্পী পরিবারের সমনায়ক শিল্পী পরিবারের মোহাম্মদ রবিউল ইসলাম গাজী, মোহাম্মদ মাহবুব রহমান মোহাম্মদ মনিরুল ইসলাম, শিরিনা, শাওন, নয়ন হোসেন, মীম কর্ণ, ময়না, পিনাক সহ অনেকেই।