সাতক্ষীরার রাজারবাগান উত্তর পাড়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাজারবাগান উত্তর পাড়ায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উক্ত সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, নির্মাণ কাজের ঠিকাদার সাংবাদিক মো. আব্দুল আলিম, আলহাজ্ব এস.এম কামরুজ্জামান, সাবেক আনসার এ্যাডজুটেন্ট আলহাজ্ব মো. আব্দুস সামাদ, আলহাজ্ব রিয়াজুল ইসলাম, এস.এম মাহমুদুজ্জামান, সাইফুল ইসলাম ঝন্টু, মাসুদ করিম লাল্টুও কুদ্দুসসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাজারবাগান সবুজবাগ জামে মসজিদ সংলগ্ন কুদ্দুস এর মেসের পিছন হতে এস.এম কামরুজ্জামানের বাড়ি পর্যন্ত ১৮৫ মিটার সিসি ঢালাই রাস্তাটি ৭ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।
দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।