শ্যামনগরের কাশিমাড়িতে অফসিজন তরমুজ চাষের উপরে মাঠ দিবস
তাপস কুমার ঘোষ: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এসএসিপি প্রকল্পের আওতায় অফসিজন তরমুজ এর মাঠ দিবস অনুষ্টিত হয়। উক্ত মাঠ দিবসে সভপতিত্ব করেন সাতক্ষীরার খামারবাড়ি এর উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন পার্টনার প্রকল্প সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, উপ- সহকারী কৃষি কর্মকর্তা শেখ কামরুল ইসলামসহ প্রায় দুই শতধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামছুর রহমান।